বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সম্প্রতি মা হওয়ার ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রে। তবে তার ক্যারিয়ারের চেয়েও বেশি চর্চিত ছিল রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্ক। সম্প্রতি ‘দাবাং’ খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ এই সাবেক জুটিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন।
অভিনব কাশ্যপের দাবি, রণবীর কাপুর তার ২০১৩ সালের সিনেমা ‘বেশরম’-এ সোনাক্ষী সিনহার সঙ্গে কাজ করতে অস্বীকার করেছিলেন এবং তার পরিবর্তে ক্যাটরিনা কাইফকে কাস্ট করার জন্য নির্মাতাকে চাপ দিয়েছিলেন।
অভিনব কাশ্যপ বলেন, রণবীর তাকে সরাসরি বলেছিলেন— “ও সিনেমাটি করতে চায়, তাই ক্যাটরিনাকে বিবেচনা করুন।” কিন্তু পরিচালক রণবীরের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।
“আমি বললাম— ক্যাটরিনা এ চরিত্রের জন্য সঠিক নয়। আমার নারী চরিত্রটি দিল্লির পাঞ্জাবি মেয়ে, তেমনই কাস্টিং দরকার।”
পরিচালক আরও বলেন, ক্যাটরিনাকে বাদ দেওয়ার কারণ ব্যক্তিগত নয়, বরং তার উচ্চারণের সমস্যা। অভিনব বলেন, ক্যাটরিনার উচ্চারণে কাজ করার দরকার ছিল এবং তিনি তা লুকাতে পারতেন না। তিনি উল্লেখ করেন, ক্যাটরিনার আগের সিনেমাগুলোতেও তাকে হয় একজন এনআরআই (অনাবাসী ভারতীয়) বা বিদেশি হিসেবে দেখানো হয়েছিল, কারণ তিনি হিন্দিতে কথা বলতে পারতেন না।
অভিনব জানান, তিনি ক্যাটরিনাকে বলেছিলেন যে, যেদিন তার কাছে একটি আদর্শ স্ক্রিপ্ট থাকবে, যার জন্য একজন এনআরআই চরিত্রের প্রয়োজন হবে, সেদিন তিনি সবার আগে ক্যাটরিনার কাছেই আসবেন।
পরিচালকের ভাষ্য অনুযায়ী, রণবীর প্রথমে সোনাক্ষী সিনহার সঙ্গে কাজ করতে অস্বীকার করেন। অভিনব বলেন, তিনি সোনাক্ষীকে নিতে চেয়েছিলেন, কিন্তু রণবীর বলেছিলেন, “সোনাক্ষী নয়, আমি তার সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করি না।”
অবশেষে অডিশনের মাধ্যমে পল্লবী সারদাকে প্রধান চরিত্রে কাস্ট করা হয়। পল্লবীকে রণবীর, তার বাবা-মা (ঋষি কাপুর ও নীতু কাপুর) এবং ভায়াকম ম্যানেজমেন্টসহ সবাই পছন্দ করেছিলেন। কিন্তু অভিনবের ধারণা, ইন্ডাস্ট্রি কোনো নবাগত বা পার্শ্ব অভিনেত্রীর এত বড় চরিত্রে অভিনয় করাকে সহ্য করতে পারেনি।
উল্লেখ্য, রণবীর কাপুরের ‘বেশরম’ সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এটিই ছিল অভিনব কাশ্যপ পরিচালিত শেষ ছবি।