মশিউর রহমান, বাউফল (পটুয়াখালী): চরম আর্থিক সংকটে পড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ও বাউফলের মাটি ও মানুষের জনপ্রিয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ।
বাউফল সদর ইউনিয়নের যুবদল নেতা কবির সরদারের স্ত্রী সম্প্রতি সেবাক্লিনিকে সিজার অপারেশনের জন্য ভর্তি হন। সন্তান জন্মের পর ক্লিনিক কর্তৃপক্ষের পাওনা টাকার অভাবে পরিবারটি চরম বিপাকে পড়ে যায়। অর্থের অভাবে স্ত্রী ও নবজাতককে বাসায় নিতে না পেরে নিরুপায় কবির সরদার শেষমেশ ড. মাসুদের কাছে মানবিক সহায়তার আবেদন জানান।
তাৎক্ষণিক সহযোগিতা
অসহায়ত্বের খবর জানামাত্রই ড. মাসুদ কোনো দ্বিধা না করে তাৎক্ষণিক আর্থিক সহযোগিতার ব্যবস্থা করেন। তাঁর দ্রুত পদক্ষেপের ফলে ক্লিনিক বিল পরিশোধ করা সম্ভব হয় এবং নবজাতকসহ কবির সরদারের স্ত্রী নিরাপদে বাড়ি ফিরতে সক্ষম হন।
তবে এখানেই থেমে থাকেননি ড. মাসুদ। তিনি ভিডিও কলে কবির সরদার ও তাঁর নবজাতকের সঙ্গে কথা বলেন, দোয়া করেন এবং স্ত্রী-সন্তানের সুস্থতার খোঁজখবর নেন। এসময় ক্লিনিকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাউফল ইউনিয়নের আমীর মাও. আ. সোবহান, সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ড সভাপতি হারুন স্যারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আবেগঘন প্রতিক্রিয়া
এই সহায়তায় আপ্লুত কবির সরদার বলেন, “এই বিপদের দিনে তিনি যে সহযোগিতা করেছেন, তা আমরা কোনোদিন ভুলব না। তাঁর সাহায্যেই আমরা আজ বাড়ি ফিরতে পারলাম।”
রাজনৈতিক সংকটময় সময়ে একজন কর্মীর ব্যক্তিগত বিপদে নেতার এমন দ্রুত ও আন্তরিক সহায়তা বাউফলের রাজনীতিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।