রিমন মাহমুদ, রাজশাহী: হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
আতশবাজি ও পটকা ফোটানো, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একইসাথে পূজামণ্ডপ ও আশপাশে এবং প্রতিমা বিসর্জনকালে মাদকদ্রব্য যেমন—হেরোইন, প্যাথেডিন, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, দেশি-বিদেশি মদ, স্পিরিট/অ্যালকোহলসহ সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য সেবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পাশাপাশি পূজা বিসর্জনের দিন উচ্চস্বরে মাইক বাজানো ও গান বাজনাও নিষিদ্ধ থাকবে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আরএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ২০২৫ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।