তামিমের বিরুদ্ধে আনা ‘রহস্যময় আপত্তি’ আমলে নেয়নি নির্বাচন কমিশন

খেলাধুলা

ভোরের দূত ডেস্ক: ওল্ড ডিএইচএসের কাউন্সিলর হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নির্বাচনে অংশগ্রহণের বৈধতা নিয়ে গতকাল যে ‘রহস্যময় আপত্তি’ জমা দেওয়া হয়েছিল, তা আমলে নেয়নি নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার আপিল শুনানিতে অভিযোগকারী উপস্থিত না হওয়ায় কমিশন আপত্তিটি খারিজ করে দিয়েছে। ফলে বিসিবি নির্বাচনে তামিমের অংশগ্রহণে আর কোনো বাধা রইল না।

গতকাল কানাডাপ্রবাসী সাবেক ক্রিকেটার হালিম শাহর স্বাক্ষরিত চিঠিতে তামিমের বিরুদ্ধে এই আপত্তি জমা পড়েছিল। তবে হালিম শাহ তাৎক্ষণিকভাবে বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়ে দেন যে তিনি এমন কোনো অভিযোগ করেননি এবং এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

আজ সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেইন বলেন, “আমরা চিঠিটি পেয়েছি। তবে, যিনি এই আপত্তি জানিয়েছেন, তিনি আজ শুনানিতে উপস্থিত থেকে বিষয়টি উত্থাপন করেননি। সুতরাং, আমরা তাকে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করেছি এবং এই আপত্তিটি আর আমলে নেব না।”

এর আগে আজ দুপুরে নির্বাচন কমিশনে আপিল শুনানির পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম ইকবাল বলেছিলেন, বিসিবি নির্বাচনে তার অংশগ্রহণ ঠেকাতে নানামুখী চেষ্টার অংশ হিসেবেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *