শাহে ইমরান : লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার পশ্চিম বাজার এলাকায় চারতলা ভবনের উপর থেকে পড়ে জান্নাত (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে বাড়ির সিঁড়ির পাশ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় জান্নাত।
নিহত জান্নাতের বাবা দেলোয়ার হোসেন পেশায় মাছ ব্যবসায়ী। তিনি রামগঞ্জ বাজারে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। পরিবার নিয়ে পশ্চিম বাজার এলাকার সেলিম পোল্ট্রির চারতলা ভবনের সর্বোচ্চ তলায় ভাড়া থাকতেন তারা।
স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার দুপুরে জান্নাত বাসার কক্ষের বাইরে খেলছিল। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত সিঁড়ির পাশ দিয়ে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর বারি বলেন, “ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে শিশুটি খেলতে গিয়ে দুর্ঘটনাবশত নিচে পড়ে যায়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।”
এদিকে জান্নাতের মৃত্যুর খবরে এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে। প্রতিবেশীরা জান্নাতকে শান্ত, ভদ্র ও সবার প্রিয় শিশু হিসেবে উল্লেখ করে বলেন, “তার এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর।”