সাইফুল ইসলাম,এনায়েতনগর: মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ রফিকুল ইসলাম মৃধা কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। মঙ্গলবার সকালে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়কালে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে তিনি বলেন, “জনগণই আমার শক্তি। আমি অতীতেও জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও তাদের কল্যাণে কাজ করে যাব। দেশের উন্নয়ন ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা মার্কার বিকল্প নেই।”
এ সময় ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ এমরান হোসেন, সেক্রেটারি মোঃ বেলায়েত হোসেনসহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন। তারা এলাকাবাসীর কাছে প্রার্থীকে পরিচিত করে তোলেন এবং আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করার জন্য কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম মৃধার গণসংযোগে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকে তাকে শুভেচ্ছা জানিয়ে নির্বাচনে বিজয়ের কামনা করেন।