ভোরের দূত ডেস্ক: ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে ফখর জামানের বিতর্কিত আউটের পর টেলিভিশন আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে ভারত-পাকিস্তানের মধ্যে ‘হ্যান্ডশেক না করা’র বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানোর দাবি জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করেছিল। এবার নতুন করে আবারও অভিযোগ জানাল পিসিবি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তান টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচের পর ফখর জামানের আউটের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়। শ্রীলঙ্কার আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে ফখরকে ১৫ রানে আউট ঘোষণা করেন, যদিও রিভিউয়ে দেখা গিয়েছিল যে ক্যাচটি পরিষ্কার বোঝা যাচ্ছিল না। অন-ফিল্ড আম্পায়ার গাজী সোহেল সরাসরি আউট না দিয়ে সিদ্ধান্তটি টিভি আম্পায়ারের কাছে পাঠিয়েছিলেন।
ফখরের আউটের সময় কিছু দৃষ্টিকোণ থেকে মনে হয়েছিল যে বলটি উইকেটকিপার সাঞ্জু স্যামসনের গ্লাভসে পড়ার আগে বাউন্স করেছে। তবে আম্পায়ারের মতে, উইকেটকিপারের আঙুল বলের নিচে ছিল। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে মাঠ ছাড়েন ফখর।
সূত্র অনুযায়ী, পাকিস্তান টিম ম্যানেজার নাভিদ চিমা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে অভিযোগ জানালে তাকে বলা হয় যে এটি তার এখতিয়ারের মধ্যে পড়ে না। এরপর ম্যানেজার আইসিসির কাছে ইমেইল পাঠিয়ে আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ করেন।
ম্যাচের পর পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা ফখরের আউট নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আমি সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত নই। এটা অবশ্যই আম্পায়ারের কাজ। তবে আমার মনে হয়েছে বলটি উইকেটকিপারের কাছে যাওয়ার আগে বাউন্স করেছিল। যদি সে পুরো ম্যাচ ব্যাট করত, তাহলে আমরা ১৯০ রানের বেশি করতে পারতাম। কিন্তু এটা আম্পায়ারের সিদ্ধান্ত, তারা ভুল করতেই পারেন।”
এই অভিযোগটি ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ করেছে। এর আগে দুই ম্যাচেই ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিলেন, যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। পাকিস্তান তখন পাইক্রফটকে সরানোর দাবি জানিয়েছিল।