ভোরের দূত ডেস্ক: বর্ষাকালে দেশে বজ্রপাতে প্রাণহানির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়। জনসচেতনতার পাশাপভাশি প্রাকৃতিক উপায়ে এ ঝুঁকি হ্রাস এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী ব্যাপকহারে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।
এরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলার সদর, বিরল ও বোচাগঞ্জ উপজেলায় জেলা কমান্ড্যান্ট, দিনাজপুরের সার্বিক তত্ত্বাবধানে আনসার ভিডিপির সদস্যরা ৭০০টি তালবীজ রোপণ করেন। আসন্ন পূজা-পরবর্তী সময়ে জেলার অন্যান্য উপজেলাতেও এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
বজ্র নিরোধক তালগাছ বজ্রপাত থেকে মানুষের জীবন রক্ষার পাশাপাশি দিনাজপুরের মানুষের সুস্বাদু তালের চাহিদা পূরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় জনগণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই ধরণের উদ্যোগের প্রশংসা করেছেন।