ভোরের দূত

মাদারীপুরে মানব কল্যাণ সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

স্বাস্থ্য

মু.মেসবাহ্ উদ্দিন, মাদারীপুর জেলা: মাদারীপুর সদর উপজেলার টুবিয়া বাজারে মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে শনিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের জন্য মানবিক এ আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

এ ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেছে হেলথ কেয়ার হাসপাতাল। চিকিৎসকদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবীরা দিনভর কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানে সেলিম ফরাজি-আহ্বায়ক কমিটির সদস্য, বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ
মাদারীপুর জেলা।

স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন আয়োজন দরিদ্র জনগোষ্ঠীর জন্য আশীর্বাদস্বরূপ। চিকিৎসা খরচ বহন করতে না পারা অনেক রোগী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে স্বস্তি প্রকাশ করেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *