৪১তম ও ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিস এএসপিদের শিক্ষা সফর ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সারাদেশ

মাসুম পারভেজ, গাইবান্ধা: গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে ৪১তম ও ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণের শিক্ষা সফর ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে ব্রিফিং ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব আমিনুল ইসলাম। গাইবান্ধা জেলার পুলিশ সুপার জনাব নিশাত এ্যাঞ্জেলা সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের সার্বিক কার্যক্রম উপস্থাপন করে একটি ডিজিটাল প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। পরে শিক্ষানবিস কর্মকর্তারা মুক্ত আলোচনায় অংশ নেন। পুলিশ সুপার তাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

পরে বিদায়ী সংবর্ধনায় শিক্ষানবিস এএসপিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরিফুল আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *