মাতারবাড়িতে আনসারের অভিযানে ১১ জন চোর আটক ও লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার

সারাদেশ

মাসুম পারভেজ: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছে নিষ্ঠা ও দক্ষতার সাথে। এরই অংশ হিসেবে মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সিপিজিসিবিএল (মাতারবাড়ি কোল পাওয়ার) সংস্থাতে দায়িত্বরত বাহিনীর একটি টহল টিম ১১ জন চোর আটক করে এবং লক্ষাধিক টাকার মালামাল উদ্ধারছে।

গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত ১১:৩০ ঘটিকায় পিসি সালেহ আহমদের নেতৃত্বে ৬ সদস্যের সশস্ত্র টহল টিম নিয়মিত নিরাপত্তা টহলে নিয়োজিত ছিল। রাত আনুমানিক ২:০০ ঘটিকায় টহল টিম জানতে পারে যে কতিপয় অনুপ্রবেশকারী সংস্থার সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেছে।

তাৎক্ষণিকভাবে পিসি সালেহ আহমদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১১ জন চোরকে আটক করা হয়। অভিযানে উদ্ধার করা হয় সংস্থার চুরি হওয়া প্রায় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার মূল্যবান মালামাল।
পরবর্তীতে রাত ৩:৩০ ঘটিকায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিবর্গ ও উদ্ধারকৃত মালামাল সংস্থার নিকট হস্তান্তর করা হয়।

এই অভিযান আনসার সদস্যদের পেশাদারিত্ব, সাহসিকতা এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের উৎকৃষ্ট উদাহরণ। এ ধরনের সাফল্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর ভূমিকা আরও সুদৃঢ় করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *