রকসী সিকদার, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা, জুন-২০২৫ এর চূড়ান্ত ফলাফল আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষা শেষে কঠোর,স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে ১০৬ জন যোগ্য প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
নিয়োগ প্রক্রিয়ার শুরুতে ৩৩০৭ জন আবেদন করেন। কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় ২২০১ জন অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ৯২৯ জন উত্তীর্ণ হয়। পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩৪ জন প্রার্থী মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। যাচাই-বাছাই শেষে সেরাদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১০৬ জন তরুণ-তরুণীকে পুলিশ বাহিনীর গৌরবময় যাত্রায় অন্তর্ভুক্ত করা হয়।
এবিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন বাংলাদেশ পুলিশের এ নিয়োগ প্রক্রিয়া সর্বদা স্বচ্ছতা ও যোগ্যতার মাপকাঠিতে পরিচালিত হয়। আজ যারা নির্বাচিত হয়েছেন তারা কেবল পুলিশ বাহিনীর নয়, সমগ্র জাতির গর্ব। তাদের সততা, শৃঙ্খলা ও দেশপ্রেম হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার মূল চালিকাশক্তি।চূড়ান্ত ফলাফল প্রকাশ উপলক্ষে পুলিশ সুপার নবনির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশীর্বাদ করেন।