বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হঠাৎ অভিযান, নানা অনিয়ম ধরা পড়ল

স্বাস্থ্য

বাঁধন মোল্ল্যা, জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানটি নেতৃত্ব দেন দুদকের উপ-সহকারী পরিচালক জিহাদুর ইসলাম। তিনি জানান, প্রথমে ছদ্মবেশে হাসপাতালে প্রবেশ করে ওয়ার্ড ঘুরে দেখা হয় এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা ও খাবারের মান সম্পর্কে খোঁজ নেওয়া হয়। একই সঙ্গে প্যাথলজি বিভাগ ও হাসপাতালের বিভিন্ন সেবা সরাসরি পর্যবেক্ষণ করা হয়।

এ সময় চিকিৎসা সেবায় হয়রানি ও বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলে। পাশাপাশি হাসপাতালের পয়ঃনিষ্কাশন ও পরিচ্ছন্নতা পরিস্থিতিও সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। রোগীদের জন্য ডায়েট স্কেল অনুযায়ী খাবার সরবরাহ করা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পরীক্ষা করা হয় এবং বেশ কিছু নথিপত্র সংগ্রহ করা হয়।

দুদক জানায়, সংগৃহীত তথ্য-উপাত্ত যাচাই করে শিগগিরই বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোনে সাড়া দেননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *