১৭ বিয়ে কাণ্ডে বন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সারাদেশ

ভোরের দূত ডেস্ক: বরিশালের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে ১৭টি বিয়ে ও প্রতারণার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে একই ঘটনায় মঙ্গলবার দুপুরে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু স্বপ্রণোদিত হয়ে আদালতে মামলা দায়ের করেন। মেট্রোপলিটন প্রথম আমলি আদালতের বিচারক মো. সাদিক আহম্মেদ মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু জানান, বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়—ডিএফও কবির হোসেন ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় চাকরির সময় একে একে ১৭টি বিয়ে করেছেন। প্রতিটি বিবাহের ক্ষেত্রে তিনি প্রথম স্ত্রীকে গোপন রেখে মুসলিম ফ্যামিলি আইনের বিধান ভঙ্গ করেছেন, যা ধর্মীয় মূল্যবোধ, সামাজিক রীতি ও সংস্কৃতিকে চ্যালেঞ্জ করেছে।

অভিযোগ রয়েছে, বিদেশে পড়াশোনা করানো, সরকারি চাকরি দেওয়া, বিমানবালা হওয়ার সুযোগ কিংবা সম্পত্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি নারীদের সঙ্গে প্রতারণা করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও সুশীল সমাজের ব্যানারে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন জেলার ১৭ জন নারী নিজেদের প্রতারণার শিকার দাবি করেন।

এ বিষয়ে যোগাযোগের জন্য ডিএফও কবির হোসেন পাটোয়ারীর ব্যবহৃত মোবাইলে একাধিকবার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এদিকে বরিশাল বিভাগীয় উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ইমেইল পাওয়া গেছে।

পাশাপাশি পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (উপ বন সংরক্ষক) ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *