মিরপুরে জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিক সিদ্দিকুর রহমানকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

অপরাধ

মিরপুর প্রতিনিধি: রাজধানীর মিরপুরে জমি সংক্রান্ত বিরোধ ও অবৈধ দখলদারিত্বের ঘটনায় সাংবাদিক সিদ্দিকুর রহমানকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মিরপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সাংবাদিক সিদ্দিকুর রহমান, দৈনিক বাংলা ৭১ পত্রিকার প্রতিনিধি। তিনি জানান, মৃত বন্দে আলীর ওয়ারিশ হিসেবে তিনি এবং তার ভাই জাহাঙ্গীর ও শাহজাহান মিরপুর-১ ব্লক-জি, প্লট নং ১/১ (চিড়িয়াখানা রোড, শাহআলী থানা, ঢাকা-১২১৬) এলাকায় বৈধভাবে ক্রয়কৃত জমির মালিক।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ১৯৭৯ সালের ২৭ এপ্রিল দলিল নং-১৬০০৪ এর মাধ্যমে জেওয়াব বিবির কাছ থেকে ৩০ শতাংশ জমি বন্দে আলী ক্রয় করেন। পরবর্তীতে মো. খলিলের নিকট থেকে আরও ১৭ শতাংশ জমি কেনা হয়। উক্ত জমি সি.এস রেকর্ডে বন্দে আলীর নামে নিবন্ধিত হয় এবং নিয়মিত খাজনাও পরিশোধ করা হয়। ওই জমির ভেতর দুটি দোকানঘরও নির্মিত হয়।

সিদ্দিকুর রহমান অভিযোগ করেন, তাদের বোন মমতাজ বেগম ভাড়াটিয়াদের কাছ থেকে অগ্রীম ১৪ লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে দোকানদাররা দুই ভাইয়ের কাছ থেকেও ৬ লাখ ৫০ হাজার টাকা অগ্রীম হিসেবে কেটে নেয়। এই টাকা তারা প্রাপ্য দাবি করেন। এ বিষয়ে ভাড়াটিয়াদের নোটিশ প্রদান করা হলেও তারা দোকান খালি করেননি।

তিনি আরও অভিযোগ করেন, গত ১৫ সেপ্টেম্বর দোকানঘরে তালা দেওয়ার পর বোন মমতাজ বেগম, তার ছেলে সুমন ও মোস্তাফিজুর রহমানসহ কয়েকজন সন্ত্রাসী চক্র তালা ভেঙে ফেলে। অভিযোগ অনুযায়ী, ভূমি দস্যু রেজাউল আমিন রাজুর নির্দেশে এ ঘটনা ঘটে। এসময় কিছু সাংবাদিক উপস্থিত থেকে ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন।

এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি মমতাজ বেগম ও ভাড়াটিয়া জহিরসহ একদল সন্ত্রাসী সাংবাদিক সিদ্দিকুর রহমানকে আক্রমণের চেষ্টা চালায়। ঘটনাটি শাহআলী থানায় জিডি (নং-৯৩, তারিখ ০২/০৯/২০২৫) আকারে নথিভুক্ত রয়েছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বৈধ জমি জোরপূর্বক দখল করা হয়েছে। যারা চুক্তির নামে প্রতারণা করে দখলদারিত্ব করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে সাংবাদিক সিদ্দিকুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ভুক্তভোগীরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *