ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যক্রম

সারাদেশ

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহবায়ক জনাব আমিনুল হকের নির্দেশনায় মিরপুর-৭ নাম্বার এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে এডিস মশা নিধনে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ প্রয়োগের কার্যক্রম পরিচালিত হয়েছে। এই কার্যক্রমকে সফল করতে এলাকায় তিনটি গ্রুপে বিভক্ত হয়ে কাজ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহবায়ক ও ৬ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান জননেতা জনাব মাহবুব আলম মন্টু। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক আহমেদ হেলাল, সদ্য সাবেক পল্লবী থানা যুবদল এর সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম নাজু, রুপনগর থানা যুবদল এর সদস্য সচিব জনাব হাদিউল ইসলাম রাজিব, পল্লবী থানা যুবদল এর যুগ্ম আহবায়ক জনাব আনোয়ার হোসেন, সাবেক ৬ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি জনাব হাজী মোঃ আরমান সোহেল এবং সাবেক ৬ নম্বর ওয়ার্ড যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আবুল বাসার টিটু।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের এই উদ্যোগে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল এর সাবেক নেতা জনাব রেজাউল করিম বাবুও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সাইবার একটিভিস্ট মো: গিয়াসউদ্দিন চৌধুরী বাবু, মাহমুদুল হাসান রবিন ও তৌহিদুল ইসলাম লিমন সহ বি এন সি এফ সাইবার টিম। এই ধরনের উদ্যোগ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রেক্ষিত ব্যক্ত করেছেন স্থানীয় নেতারা।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *