ভোরের দূত ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বাসভবনে একটি নৈশভোজে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। বুধবার রাত ৮টায় তার বাসায় এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
নৈশভোজে উপস্থিত ছিলেন ফ্রান্স, সুইডেন, সুইজারল্যান্ড, ইতালি ও স্পেনের রাষ্ট্রদূত। এছাড়াও জাপান, অস্ট্রেলিয়া ও ভুটানের হাইকমিশনার এবং ইউএনডিপি ও বিশ্বব্যাংকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভরাও এতে অংশ নেন।