মিডিয়া ডেস্ক: বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন প্রথম ভারতীয় হিসেবে মর্যাদাপূর্ণ ‘এলভিএমএইচ প্রাইজ ২০২৫’-এর জুরি বোর্ডের সদস্য হয়েছেন। এই অর্জনে উচ্ছ্বসিত তার স্বামী ও বলিউড তারকা রণবীর সিং। দীপিকার একটি ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘হট মামা’।
সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত এই বৈশ্বিক ফ্যাশন ইভেন্টে দীপিকা একটি আকর্ষণীয় লুই ভুঁতোর পোশাকে উপস্থিত হন। এই ইভেন্টের কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করে তিনি বিজয়ীদের অভিনন্দন জানান। এরপরই রণবীর দীপিকার প্রতি তার ভালোবাসা ও গর্ব প্রকাশ করে এই মন্তব্যটি করেন।
ফ্যাশন জগতে নতুন প্রতিভাদের তুলে ধরার এই আয়োজনে দীপিকার অন্তর্ভুক্তি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। তার এই অর্জনকে ভক্তরা যেমন স্বাগত জানিয়েছেন, তেমনি দীপিকার সাফল্যে রণবীরের অকুণ্ঠ সমর্থনও তাদের মুগ্ধ করেছে। ফ্যাশনের কিংবদন্তিদের পাশে জায়গা করে নিয়ে দীপিকা নিজের ক্যারিয়ারে এক নতুন মাইলফলক স্থাপন করেছেন এবং একই সঙ্গে বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন।