আইসিটি-তে অভিযোগ থাকলে এমপি বা জনপ্রতিনিধি হওয়ার সুযোগ নেই: নতুন প্রজ্ঞাপন

জাতীয়

ভোরের দূত ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) কারও বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হলে, তিনি সংসদ সদস্য (এমপি) হওয়া বা থাকার যোগ্যতা হারাবেন। একইসঙ্গে, এ ধরনের অভিযুক্ত ব্যক্তি স্থানীয় সরকারের কোনো পর্যায়ের জনপ্রতিনিধি হতে বা থাকতে পারবেন না।

গতকাল সোমবার (৬ অক্টোবর, ২০২৫) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুসারে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর অভিযুক্ত ব্যক্তি নিম্নলিখিত পদগুলোতে থাকার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন: ১. জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা থাকা। ২. স্থানীয় সরকার সংস্থাগুলোর (সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক) নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হওয়া বা থাকা। ৩. প্রজাতন্ত্রের কোনো চাকরিতে নিয়োগপ্রাপ্ত হওয়া। ৪. অন্য কোনো সরকারি পদে অধিষ্ঠিত হওয়া।

তবে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, ট্রাইব্যুনাল কর্তৃক কোনো ব্যক্তি অব্যাহতি বা খালাসপ্রাপ্ত হলে, তার ক্ষেত্রে এই নতুন ধারা প্রযোজ্য হবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *