এবারের নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি: সিইসি

জাতীয়

ভোরের দূত ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, তিনি এবারের নির্বাচনকে দেশের জন্য কিছু করার জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছেন। তিনি আরও জানান, জাতিকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর, আর এই লক্ষ্য পূরণে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার কোনো বিকল্প নেই।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর, ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে অনুষ্ঠিত সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জানা গেছে, নির্বাচন সুষ্ঠু করার জন্য ইসি বিভিন্ন অংশীজনের পরামর্শ নিচ্ছে। এর অংশ হিসেবে আজ নির্বাচন বিশেষজ্ঞ এবং নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসেছে কমিশন। সংলাপে সিইসি ছাড়াও অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

এর আগে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছিলেন, সংলাপে উঠে আসা মতামত তার কমিশন বাস্তবায়ন করবে। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মাধ্যমে ইসি ভোট নিয়ে সংলাপ শুরু করে। পরবর্তীতে জুলাই যোদ্ধা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গেও ইসি সংলাপে বসবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *