জাজিরায় অবৈধ পলিথিন বিরোধী অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

আইন ও আদালত

মোঃ আমির হোসেন, জেলা সংবাদদাতা, শরীয়তপুর: শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫ খ্রি.) দুপুরে উপজেলার নাওডোবা এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কাবেরী রায়-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে একটি ট্রাক থেকে ২৭ বস্তা (আনুমানিক ৪০০ কেজি) অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে ৪০,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এ অভিযানে পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক জনাব মোঃ রাসেল নোমান প্রসিকিউশন প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় জানান, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনগণকে সচেতন করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *