রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজনীতি

ভোরের দূত প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স-এর উদ্যোগে গতকাল (বৃহস্পতিবার) রাজধানীর একটি রুফটপ রেস্টুরেন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মুন্সি বজলুল বাছিদ আঞ্জু। তিনি জাতীয়তাবাদী সাইবার ফোর্স-এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, “আমাদের নেতা তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকাই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

আলোচনা সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স-এর কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ মামুন রানা।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব জেড বাবু, ভাইস চেয়ারম্যান আতিকুল্লাহ বাহার, সিনিয়র যুগ্ম মহাসচিব গিয়াসউদ্দিন চৌধুরী বাবু, যুগ্ম মহাসচিব মোঃ আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক সাব্বির নাজ প্রধান, যুগ্ম মহাসচিব মুহিবুল ইসলাম মুহিব, সারোয়ার আলম রনি, প্রশিক্ষণ সম্পাদক সাহাবুল আলম জয়, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ রিগ্যান, তথ্য ও গবেষণা সম্পাদক রাসেল চৌধুরী, সাইবার সিকিউরিটি বিষয়ক সম্পাদক রুবেল খান, সহ-সাধারণ সম্পাদক লায়ন মো. হোসেন বকাউল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান রবিন, জাকারিয়া কাজী, কামাল হাওলাদারসহ আরও অনলাইন অ্যাক্টিভিস্টবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা, তা প্রচারে ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ভূমিকা এবং তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *