কাচিসার সড়কে মাছ ছেড়ে এনসিপির হাসনাত আবদুল্লাহর প্রতিবাদ

সারাদেশ

ভোরের দূত ডেস্ক: কুমিল্লার দেবিদ্বারে খানাখন্দে ভরা দেবিদ্বার-চান্দিনা সড়কে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আজ শুক্রবার সকালে গণসংযোগে গিয়ে উপজেলার কাচিসার এলাকায় তিনি এই কর্মসূচি পালন করেন।

দেবিদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ নয়, এটি ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কেরও সংযোগ সড়ক। প্রায় সাড়ে ১৪ কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এটি ভেঙে অসংখ্য বড় বড় গর্তে পরিণত হয়েছে এবং চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। অল্প বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে থাকে, ফলে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ ও দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। সম্প্রতি এই সড়কে দুর্ঘটনায় একজন শ্রমিক নিহতও হয়েছেন।

প্রতিবাদের সময় হাসনাত আবদুল্লাহ বলেন, “কয়েক দিন আগে এই সড়কে একজন শ্রমিক দুর্ঘটনায় মারা গেছেন। এই সড়ক সংস্কার না করলে তার চেয়ে ভালো এখানে মাছ চাষ করুন। কমপক্ষে মানুষ কিছু মাছ খেতে পারবে।”

তিনি আরও বলেন, “দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ যে এখানে মাছ ছেড়ে চাষ করা যায়। আমি মাছ ছাড়ছি, আপনারাও ছাড়ুন। দেখি এতে কিছু হয় কিনা।”

প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসীর অনেকেই হাসনাত আবদুল্লাহর সঙ্গে যোগ দিয়ে সড়কের দ্রুত সংস্কারের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *