শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ভেনেজুয়েলার মারিয়া করিনা

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ভেনেজুয়েলার অধিকারকর্মী মারিয়া করিনা (María Corina Machado)। আজ শুক্রবার নরওয়েজিয়ান পিস কমিটি তার নাম ঘোষণা করে।

ভেনেজুয়েলায় গণতন্ত্র নিয়ে তার দীর্ঘ সংগ্রামের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মানজনক পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে নোবেল কমিটি জানায়।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের নামে এই পুরস্কার প্রদান করে আসছে। পরে ১৯৬৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার যুক্ত হয়।

১৯০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মোট ১১১ জন ব্যক্তি ও ৩১টি সংস্থা। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ১৯ জন নারী রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *