ভোরের দূত ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও আলোকিত করে গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে আয়োজন করছে “Special Cleaning Camp 2025”।
আগামীকাল শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম। এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে প্রায় এক হাজার পরিচ্ছন্নতা কর্মী একযোগে অংশগ্রহণ করবেন।
পরিচ্ছন্ন কার্যক্রমে থাকবে:
* ডাস্ট ক্লিনিং
* মশক নিধন
* ড্রেনেজ ক্লিনিং
* আইলন রং
* রাস্তার লাইট চেকিং
Special Cleaning Camp 2025, Let’s Make Our Campus Shine! স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না। আসুন, সবাই মিলে গড়ে তুলি এক পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা বিশ্ববিদ্যালয়।