ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর পরিবারের সঙ্গে জামায়াত নেতার সাক্ষাৎ ও সমবেদনা

সারাদেশ

ইলিয়াস সুমন, সন্দ্বীপ(চট্টগ্রাম): ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মুহাম্মদ আলাউদ্দিন সিকদার।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করে তিনি বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের কঠোর পরিশ্রম আমাদের দেশের উন্নয়নের ভিতকে শক্তিশালী করেছে। এই দুর্ঘটনায় আমরা হারিয়েছি সন্দ্বীপের পরিশ্রমী ও স্বপ্নবাজ সন্তানদের, যারা নিজেদের পরিবার ও দেশের জন্য দূর প্রবাসে কঠোর সংগ্রাম করছিলেন।”

তিনি নিহত পরিবারগুলোকে ধৈর্য ধারণ ও আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখার আহ্বান জানান। এসময় তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রতিটি নিহত পরিবারের জন্য ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

নেতা আলাউদ্দিন সিকদার আরও বলেন, নিহতদের পরিবার যেন সরকারি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সকল সহায়তা দ্রুত পায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি জানান, সন্দ্বীপের মাননীয় উপদেষ্টা ডা. ফাওজুল কবিরের সাথে যোগাযোগ করে নিহতদের মরদেহ দ্রুত স্বজনদের কাছে পৌঁছানো ও সরকারিভাবে পরিপূর্ণ সহায়তা প্রদানের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন:
সন্দ্বীপ উপজেলা নায়েবে আমীর মাওলানা এ এম এম রফিকুল মাওলা, উপজেলা অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা সবুর খাঁন, যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান, উপজেলা পেশাজীবী সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ কাউকাব, মাইটভাঙ্গা ইউনিয়ন আমীর মাওলানা মোশাররফ হোসাইন, উপজেলা সহকারী অফিস সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, মগধরা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ছায়েদুল ইসলাম, সারিকাইত ইউনিয়ন সভাপতি মাওলানা ফোরকান উদ্দিন, হারামিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, পৌরসভা সেক্রেটারি আব্দুল আলীম মাসুদ, সারিকাইত ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ মাকছুদ আলী এবং মগধরা ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দীন প্রমুখ।

এই উদ্যোগ নিহতদের পরিবারের প্রতি জামায়াত নেতৃবৃন্দের মানবিক ও সহমর্মিতার পরিচয় বহন করে। দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সন্দ্বীপবাসী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *