বিবিসি বাংলাকে তারেক রহমান: ‘ইনশাআল্লাহ, দ্রুতই ফিরে আসব’

জাতীয়

ভোরের দূত ডেস্ক: আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণের সঙ্গে থাকতে চান বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজের দেশে ফেরা নিয়েও ইঙ্গিত দিয়েছেন। তবে দেশে ফেরার নির্দিষ্ট কোনো তারিখ তিনি জানাননি।

আজ সোমবার বিবিসি বাংলাকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারের প্রথম পর্বে তিনি এসব কথা বলেন।

গণঅভ্যুত্থানের এক বছর পরও দেশে না ফেরা নিয়ে বিবিসি বাংলার প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “ফিজিক্যালি (শারীরিকভাবে) আমি এই দেশে (ব্রিটেনে) রয়ে গেলেও মন–মানসিকতার দিক থেকে আমি বিগত ১৭ বছর ধরে বাংলাদেশেই আছি। তবে সময় তো চলে এসেছে মনে হয়, ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব।” তিনি কেবল বলেছেন, “কিছু সঙ্গত কারণে এখনো হয়তো দেশে ফেরা হয়ে ওঠেনি। তবে সময় তো চলেই এসেছে মনে হয়। ইনশাআল্লাহ, দ্রুতই ফিরে আসব।”

নির্বাচনের আগেই দেশে আসবেন কিনা—এমন প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেন, “রাজনীতি যখন করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলি—নির্বাচনের সঙ্গে, রাজনৈতিক দল এবং রাজনৈতি কর্মীর ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে জনগণের প্রত্যাশিত একটি নির্বাচন হবে, সেই নির্বাচন থেকে কীভাবে দূরে থাকব?”

তিনি আরও বলেন, “আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, তখন জনগণের সঙ্গে, জনগণের মাঝেই থাকব।”

নিরাপত্তার শঙ্কার বিষয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “বিভিন্ন ধরনের শঙ্কার কথা আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে শুনেছি। সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *