অভয়নগরে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

সারাদেশ ইতিহাস ও ঐতিহ্য

মতিন গাজী, নওয়াপাড়া (যশোর): বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে যশোরের অভয়নগরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (৫ অক্টোবর) সকালে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় চত্বরে র‌্যালি ও অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভার সভাপতিত্ব করেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল ফারুক। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি সেলিম ইকবাল, সাধারণ সম্পাদক মহিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল গফ্ফার শেখ, সাধারণ সম্পাদক জাকারিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির জনসংযোগ সম্পাদক গাজী আবুল হোসেন।
অনুষ্ঠান শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। তবে উপজেলার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকের এই দিবসে অনেক শিক্ষক অংশগ্রহণ করেনি। দুইশত শিক্ষক উপস্থিত হওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন একশ জন প্রায়। বাকিরা কেনো আসেনি তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *