ভোরের দূত ডেস্ক: রংপুরের পীরগঞ্জে প্রতারণার মামলায় ডিজিটাল গ্রুপের পরিচালক সুমন ওরফে সেলিম (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, পীরগঞ্জ থানাধীন প্রজাপাড়া এলাকায় ডিজিটাল গ্রুপ নামক ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান গড়ে তুলে সেলিম ইউরোপসহ বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। তিনি লালমনিরহাট সদর উপজেলার বালাটারী গ্রামের মৃত আমির আলী ভূঁইয়ার ছেলে এবং মাতা আমিরুন নেছা জুমুর সন্তান। বর্তমানে তার ঠিকানা রংপুরের পীরগঞ্জ উপজেলার ওসমানপুর গ্রামে।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রবাসে পাঠানোর নামে সেলিম টাকা আত্মসাৎ করছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট ঘটনার পর তিনি গা ঢাকা দেন। মামলার বাদী নূর মোহাম্মদ (২৩), পিতা-ছোহরাব মিয়া, গ্রাম-চেতনাপাড়া ভেন্ডাবাড়ি, পীরগঞ্জসহ ১৭ জন ভুক্তভোগী মিলে মোট ৪৬ লক্ষ ৩১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় মামলা নং-১৮, তারিখ- ১৭/০৯/২০২৫, ধারা-৪২০/৪০৬/৫০৬ পেনাল কোডে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকালে প্রতারণার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হলে পুলিশ প্রযুক্তিগত সহায়তায় ঢাকার উত্তরা এলাকা থেকে সেলিমকে গ্রেফতার করে।
পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃত সেলিমকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।