ভিয়েতনামে টাইফুন বুয়ালোইয়ের তাণ্ডবে মৃত্যু বেড়ে ১৯, নিখোঁজ অনেকে

আন্তর্জাতিক

ভোরের দূত ডেস্ক:  ভিয়েতনামে শক্তিশালী টাইফুন বুয়ালোইয়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। এছাড়া, এই প্রাকৃতিক দুর্যোগে আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টাইফুনটি আঘাত হানার পর দেশটির মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ মঙ্গলবার সরকারি সূত্রের খবর অনুযায়ী, বুয়ালোইয়ের প্রভাবে দেশটির উত্তরাঞ্চলে ভারি বৃষ্টি হচ্ছে, এতে সেখানে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়ছে। ঝড়ে আরও ৮৮ জন আহত হয়েছেন, এক লাখেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১০ হাজার হেক্টরের বেশি জমির ধান ও অন্য ফসল ডুবে গেছে। এসবের অধিকাংশই ঘটেছে এনহে আন ও হা তিং প্রদেশে।

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এখনো অনেক প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং উদ্ধার কাজ পুরোপুরি শুরু করা যায়নি। নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনী এবং স্থানীয় উদ্ধারকর্মীরা জোর তৎপরতা চালাচ্ছেন।

জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভিয়েতনামের বিভিন্ন অংশে ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। টাইফুনের কারণে কয়েক হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট ডুবে গেছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। এর আগে সোমবার ভিয়েতনামের উত্তরমধ্যাঞ্চলের উপকূল দিয়ে স্থলে উঠে আসে বুয়ালোই। সঙ্গে ছিল ব্যাপক জলোচ্ছ্বাস, তীব্র ঝড় ও প্রবল বৃষ্টি। গত সপ্তাহে ফিলিপিন্সে এই টাইফুনটির তাণ্ডবে ফিলিপিন্সে অন্তত ১০ জনের মৃত্যু হয়।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিখোঁজদের সন্ধানে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *