সাতক্ষীরা প্রতিনিধি: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কারাবরণকারী সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজিদ মাহমুদ (২৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার ভোর রাত ২টা ৪৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাজিদ মাহমুদ দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বাসিন্দা এবং জুলাই আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন।
সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শহিন ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাজিদ। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ভোররাতে তাকে মৃত ঘোষণা করেন।
আজ জুমার নামাজের পর জানাজা শেষে পারুলিয়ায় গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে জেলা ছাত্রদলসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।