পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয় বগি লাইনচ্যুতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন

জাতীয়

ভোরের দূত ডেস্ক: রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নারী-শিশুসহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে পীরগাছা স্টেশনে পৌঁছায়। একই সময়ে পঞ্চগড় থেকে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস সেখানে আসায় পদ্মরাগ ট্রেনটি ২ নম্বর লাইনে দাঁড়ায়। পরে দোলনচাঁপা ছেড়ে গেলে পদ্মরাগ ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে যাত্রা শুরু করে। এ সময় ক্রসিং পার হওয়ার মুহূর্তে ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশন অতিক্রমকালে হঠাৎ বিকট শব্দে বগিগুলো লাইনচ্যুত হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও যাত্রীরা আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন এবং অনেকেই আহত হন।

দুর্ঘটনার কারণে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। করতোয়া ও দোলনচাঁপাসহ একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। হঠাৎ এ ঘটনায় কয়েকশ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

ভুক্তভোগী যাত্রী আতিকুল ইসলাম বলেন, “ট্রেনটি হঠাৎ বড় ধাক্কা দিলে সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত নেমে যেতে বাধ্য হয়।” বাদাম বিক্রেতা মুকবুল মিয়া বলেন, “ট্রেনটি একদিকে কাত হয়ে গেলে যাত্রীরা একদিকে পড়ে যান। কয়েকজন আহত হয়।”

এদিকে উদ্ধারকাজে রেলওয়ের একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের পথে রয়েছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা তদারক করছেন।

পীরগাছা স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, “আজ এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। রাতের মধ্যে লাইন সচল করার চেষ্টা চলছে।”

লালমনিরহাট রেলওয়ের ডিভিশনাল ইঞ্জিনিয়ার শিপন আলী বলেন, “লাইনচ্যুত বগিগুলো সরানোর কাজ চলছে। রিলিফ ট্রেন পৌঁছালে দ্রুত উদ্ধার কাজ শেষ করে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।”

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে লালমনিরহাট লে-ডিভিশন চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *