ভারত-পাকিস্তান এশিয়া কাপ ম্যাচ: আফ্রিদি দেখছেন তরুণ ভারতীয়দের আত্মবিশ্বাস

খেলাধুলা

ভোরের দূত ডেস্ক: আর কয়েক ঘণ্টা পরই বিশ্বক্রিকেটের অন্যতম বড় ম্যাচ, এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। তবে অতীতের সঙ্গে এই লড়াইয়ের পার্থক্য স্পষ্ট। আগে দুই দলের লড়াই ছিল সেয়ানে সেয়ানে, কিন্তু বিগত কয়েক বছরে পার্থক্য বেড়েছে। ভারতের প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে লড়াই চলে ক্রিকেটারদের মধ্যে, আর পাকিস্তানের দলকে সেরা একাদশ বাছতে হিমশিম খেতে হয়।

ভারত-পাকিস্তান ম্যাচের আগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা দলকে আয়না দেখাতে ছাড়ছেন না। এই তালিকায় রয়েছেন শহিদ আফ্রিদি। মাঠে ভারতীয় প্লেয়ারদের আত্মবিশ্বাসের প্রশংসা করেন তিনি। এমনকি যারা নতুন, আন্তর্জাতিক ক্রিকেটে বেশিদিন পা রাখেনি, তাঁদের মধ্যেও আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট।

আফ্রিদি বলেন, “ভারতীয় দলে নতুন প্লেয়ারদের শরীরী ভাষাও দেখার মতো। ওরাও আত্মবিশ্বাসে ফুটছে। ভরা স্টেডিয়ামের সামনে ওরা একশো ম্যাচ খেলে ফেলেছে। আন্তর্জাতিক প্লেয়ারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছে। তাদের মনে ভয় নেই, চাপ নেই, আত্মবিশ্বাসে ভরপুর। এমনকি ভারতের বি দলও এশিয়া কাপ জিততে পারে।”

পাকিস্তানের ইউটিউব চ্যানেলের একটি শোয় আফ্রিদির সঙ্গে একমত রামিজ রাজা, শোয়েব মালিক ও শোয়েব আখতার। তাঁদের বক্তব্য, ভারতের সঙ্গে ম্যাচ পাকিস্তানের কাছে রিয়ালিটি চেক। রমিজ রাজা বলেন, “ভারতকে হারাতে মিরাকেল প্রয়োজন।” শোয়েব মালিক বলেন, “এটি পাকিস্তানের জন্য রিয়ালিটি চেক। বিশ্বক্রিকেটে নিজেদের অবস্থান পরিষ্কার হবে।” শোয়েব আখতার যোগ করেন, “ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ব্যাটিংয়ের দুর্বলতা বেরিয়ে পড়বে। স্বাভাবিক ক্রিকেট শট খেললে পার পেতে পারো, কিন্তু ভারত নয়। যশপ্রীত বুমরার মুখোমুখি কীভাবে হবে?”

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জেতার সম্ভাবনা প্রাক্তনরা দেখছেন না। তবে কোচ মাইক হেসন তাঁর দলের স্পিনার মহম্মদ নওয়াজকে বিশ্বসেরা তকমা দিয়েছেন, যা প্রাক্তনরা হাস্যকর মনে করছেন। দীর্ঘ কয়েক বছরে এই প্রথম বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ। ভারতীয় ক্রিকেটের এই দুই মহারথী টি-২০ ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। মিসবা উল হক মনে করেন, পাকিস্তানের বিরুদ্ধে কোহলির অভাব ভারত অনুভব করতে পারে।

এই সুযোগের সদ্ব্যবহার করতে পাকিস্তানের তরুণ দল, বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে ছাড়া, মাঠে নামবে। তাঁদের কাছে নিজেদের প্রমাণ করার তাগিদ থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *