দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ৩ দিনের ছুটি

ধর্ম

ভোরের দূত ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ৩ দিনের ছুটি। আগামী ২ অক্টোবর রোজ বৃহস্পতিবার বিজয়া দশমী উপলক্ষে ১ দিনের ছুটি এবং সেই সাথে শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ২ দিন ছুটি মিলিয়ে মোট ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

এছাড়া দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ২৮ শে সেপ্টেম্বর থেকে শুরু করে ৭ অক্টোবর পর্যন্ত মোট ১২ দিন ছুটি থাকবে।
দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ ছুটির আওয়ায় পড়বে।
এ ছুটিতে দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *