পাওনা আদায়ে ব্যতিক্রমী প্রতিবাদ, কাঠুরে ইনতাজের ব্যানার টাঙানো

লাইফস্টাইল

ভোরের দূত ডেস্কঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের টঙ্গীরচর এলাকায় বসবাস করেন ষাটোর্ধ্ব কাঠুরে ইনতাজ আলী ব্যাপারী। দীর্ঘদিন ধরে গাছ কেটে জীবিকা নির্বাহ করে আসলেও বয়স ও নানা রোগে আক্রান্ত হয়ে এখন আর আগের মতো কাজ করতে পারেন না তিনি। আর্থিক সংকটের মধ্যেই প্রায় পাঁচ বছর ধরে বেশ কয়েকজনের কাছে আটকে আছে তার প্রায় ২৫ হাজার টাকা।

বারবার অনুরোধ, দেনাদারের বাড়ি বাড়ি ঘোরা এবং থানায় লিখিত অভিযোগ করেও টাকা ফেরত না পেয়ে ভিন্ন পথে হাঁটলেন ইনতাজ আলী। সম্প্রতি তিনি ৪ ফুট বাই ৫ ফুটের একটি ডিজিটাল ব্যানারে দেনাদারদের নাম ও পাওনার পরিমাণ লিখে স্থানীয় বাজারে ঝুলিয়ে দেন। ব্যানারে সতর্কবার্তাও উল্লেখ করেছেন— টাকা পরিশোধ না করলে থানায় মামলা করা হবে।

এই পদক্ষেপে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে দেনা আদায়ের সাহসী উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ শত্রুতার আশঙ্কা করছেন। ইনতাজ আলী জানান, দেনাদারদের লজ্জা দেওয়ার জন্যই তিনি এমন উদ্যোগ নিয়েছেন। প্রয়োজনে মাইক ব্যবহার করে প্রচার করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জালাল উদ্দিন মাহবুব বলেন, “পাওনা টাকা পরিশোধ না করাটা দুঃখজনক হলেও এভাবে প্রকাশ্যে প্রচার করা সঠিক পদ্ধতি নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।”

অর্থাভাবে চিকিৎসা করাতেও হিমশিম খাচ্ছেন ইনতাজ আলী। তাই শেষ পর্যন্ত নিজের প্রাপ্য ফেরত পেতে এই প্রতিবাদী পথ বেছে নিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *