জুলাই সনদের স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি: রিজভী

জাতীয়

ভোরের দূত ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ‘জুলাই জাতীয় সনদ’ সইয়ের তারিখ ঘোষণাকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি ‘ইতিবাচক অগ্রগতি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

শুক্রবার সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন। শ্রদ্ধা নিবেদন করে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএবি)-এর নবগঠিত কমিটি।

রিজভী বলেন, রাজনীতির অমীমাংসিত বিষয়ে সমাধানে পৌঁছাতে আলোচনাই একমাত্র পথ। তিনি আশা করেন, নির্ধারিত সময়ের মধ্যেই দেশের সব রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে একমত সিদ্ধান্তে পৌঁছাবে এবং এই তারিখ জাতীয় ঐকমত্যের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

তিনি জানান, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এএবি কেবল সাংগঠনিক দায়িত্বেই সীমাবদ্ধ থাকবে না; তারা দেশের খাদ্য নিরাপত্তা, মাটির স্বাস্থ্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে। রিজভী দেশের কৃষকদের দুরবস্থার কথা তুলে ধরে বলেন, কৃষকরা তাদের ন্যায্য মূল্য পান না এবং এই বৈষম্যের অবসান ঘটাতে হবে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, তারেক রহমানের বক্তব্যে কেবল ঐক্যের আহ্বানই নয়, বরং সেখানে দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের রূপরেখা, নীতিমালা ও তথ্যনির্ভর দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। তিনি আরও বলেন, তারেক রহমানের বক্তব্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতিশ্রুতি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *