আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ): ইয়ং জেনারেশন ২৪ গণঅভ্যুত্থানে যেভাবে নেতৃত্ব দিয়েছে আগামী দিনেও একটা নির্বাচন আসতেছে ওই নির্বাচনে এই ইয়ং জেনারেশন কে একটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে । আমরা একই দল করবো দলের মধ্যে থেকে আমরা নেতৃত্বের প্রতিযোগিতা করবো মনোনয়নের চেষ্টা আমরা সবাই করতে পারি । দল যাকে মনোনয়ন দিবে তার জন্য আবার ঐক্যবদ্ধ হয়ে আমরা একসাথে কাজ করবো । বৃহস্পতিবার বিকেলে উপজেলার নূরুল্লাবাদ ইউনিয়নের চকভোলাই ডাঙ্গাপাড়া মরহুম নাজিমুদ্দিন পাইক স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু ।
তিনি আরো বলেন আমরা উদাহরণ সৃষ্টি করতে চাই আমরা যারা যারা এরকম মনোনয়ন প্রত্যাশী আছি সবাই এক মঞ্চে থেকে আমরা কথা বলতে চাই বক্তব্য দিতে চাই আমাদের নেতাকর্মী সমর্থকরা ঐক্যবদ্ধ থাকবে কেন্দ্র যার পক্ষে সিদ্ধান্ত দিবে আমরা সবাই মিলে তার জন্য একসাথে কাজ করব । আর তাই আমাদের মধ্যে এই খেলার মাঠের মতো ঐক্য যেন আগামী দিনে অটুট থাকে ।
এর আগে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে খেলার উদ্বোধন করেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট শিল্পপতি সাদিকুল ইসলাম সোহাগ। অনুষ্ঠানে আলহাজ্ব সাইদুর রহমান পাইক এর সভাপতিত্বে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাজ্জাদ হোসেন সুমন, ইমরান হোসেন, মনিবুর রহমান দুখু, আল মামুনসহ আরও অনেকে।
দিনশেষে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চকদেবীরাম সিসিবি একাদশ ২-১ গোলে চকভোলাই রানার আপ তরুণ সংঘ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. ইকরামুল বারী টিপু।