ছাত্রসমাবেশ সফল করার লক্ষ্যে বাঙলা কলেজ ছাত্রলীগের প্রস্তুতি সভা

0
129

ক্যাম্পাস প্রতিবেদক:
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে বাঙলা কলেজ ছাত্রলীগ কর্তৃক বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) বাঙলা কলেজ ছাত্রসংসদে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি নিশ্চিত করবে বাঙলা কলেজ ছাত্রলীগ। তাঁরা প্রায় দুই (০২) হাজার নেতাকর্মী নিয়ে উপস্থিত হতে চায়। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বাঙলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বর্ধিত সভায় অতিথি হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে উপস্থিত ছিলেন উপ স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক তানজিন-এ আলামিন এবং উপ সমাজসেবা সম্পাদক রিমা আক্তার ডলি (লাবিছা)। আগত অতিথি তানজিন-এ আলামিন বলেন, ‘বাঙলা কলেজ ছাত্রলীগ পূর্বের ন্যায় আগামী ১ সেপ্টেম্বরের সমাবেশে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে উপস্থিত থাকবে এটাই প্রত্যাশা করি। তিনি বলেন, ‘আমি জানি দীর্ঘদিন ধরে বাঙলা কলেজে ছাত্রলীগের কমিটি নাই। তবুও অত্যন্ত ত্যাগ তিতিক্ষার মধ্যে আপনারা রাজনীতি করতেছেন। আপনাদের কষ্ট আমরা বুঝি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী ১ সেপ্টেম্বরের সমাবেশ আপনারা সফল করেন। এরপর অক্টোবরের মধ্যে আপনাদের একটি সুন্দর কমিটি উপহার দেয়া হবে।’

অতিথি রিমা আক্তার ডলি (লাবিছা) বলেন, ‘আমি জানি বাঙলা কলেজ ছাত্রলীগ অত্যন্ত সুশৃঙ্খল ইউনিট। আপনারা আগামি ১ তারিখ এটা প্রমাণ দেবেন। আমি আশাকরি, বাংলাদেশ ছাত্রলীগের সেরা ইউনিটের পুরষ্কার পাবে বাঙলা কলেজ ছাত্রলীগ।’

বাঙলা কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন বাঙলা কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তোফাজ্জল হোসেন পলাশ, সাবেক সহ-সভাপতি মানিক চৌধুরী, সাবেক সহ-সভাপতি রুবেল হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জিলন হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এইচএম সাদ্দাম হোসেন, সাবেক সাংস্কৃতিক সম্পাদক কাজী লাবু, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ হাওলাদার, সাবেক উপ আইন বিষয়ক সম্পাদক হামিদুল্লাহ জিহাদ, সাবেক উপ মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদ হাসান, সাবেক উপ আপ্যায়ন সম্পাদক সোহাগ খাঁন, সাবেক সহ-সম্পাদক দুর্জয় হোসেন, সাবেক সহ-সম্পাদক ইশরাত জাহান বাবু, সাবেক সহ-সম্পাদক শাহরিয়ার নাফিজ সজীব, সাবেক সহ-সম্পাদক রাসেল, সাবেক সহ-সম্পাদক হাবিবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর রাজধানীতে ছাত্রলীগের স্মরনকালের সেরা ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবেশে সারাদেশের পাঁচ লক্ষাধিক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে ছাত্রলীগ থেকে জানানো হয়েছে।