রায়গঞ্জে বাসের ধাক্কায় অটোভ্যান যাত্রীর মৃত্যু

  • রায়গঞ্জ থেকে পাঠানো তথ্য:
সিরাজগঞ্জের রায়গঞ্জে (ঢাকা-বগুড়া) মহাসড়কের কামারপাড়া ব্রীজের সামনে একতা বাসের ধাক্কায় জাহাঙ্গীর আলম নামে এক অটোভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে।
জানাযায়, বৃহ:স্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ভূঁইয়াগাঁতী থেকে একটি যাত্রীবাহী অটোভ্যান ষোল মাইলের দিকে যাচ্ছিল। অটোভ্যানটি কামারপাড়া ব্রীজের সামনে গেলে পিছন থেকে একতা বাসটি অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানে থাকা জাহাঙ্গীর আলম মহাসড়কের উপর পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অটোভ্যানে থাকা আরেক যাত্রী অমল
 চন্দ্র গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিসের টিম এসে আহত যাত্রী কে উদ্ধার করে চিকিৎসার জন্য রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। নিহত মো: জাহাঙ্গীর আলম বেলকুচি থানার সর্বতুলসী গ্রামের মো: মতিয়ার রহমান মোল্লার ছেলে। তিনি পানি উন্নয়ন বোর্ডের ব্লক নির্মাণ প্রতিষ্ঠান জামিল ইকবাল কনস্ট্রাকশন কোম্পানিতে হিসাব রক্ষক পদে চান্দাইকোনা ইউনিয়নের তবাড়ীপাড়া গ্রামে কর্মরত ছিলেন।
এ বিষয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত অফিসার মো: আশিকুর রহমান জানান, ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম নিহত হয়। এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।