বল নিয়ে ধলেশ্বরীতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে।

বুধবার পুলিশ লাইন্স এলাকায় নদীতে নেমে এই কিশোর নিখোঁজ হয় বলে সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জানান।

নিখোঁজ অবয়ব আহমেদ পূর্ণ সদর উপজেলার ইদ্রাকপুর ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদ সুলতানার একমাত্র ছেলে এবং পিপিআই রেসেডেন্সিয়াল মডেলে কলেজের ১০ শ্রেণির ছাত্র।

ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরিরা তার সন্ধান করছেন জানিয়ে ওসি তারিকুজ্জামান জানান, পুলিশ লাইন্সের কাছের একটি রেস্টুরেন্টের সামনে তিন বন্ধু বল নিয়ে নদীতে গোসলে নামে। বলটি কিছুটা দূরে চলে গেলে সেটা ধরতে গিয়ে তিনজনই নদীর স্রোতে ভেসে যায়। এ সময় দ্বাদশ শ্রেণির ছাত্র মাহিন লঞ্চঘাটের শিকল ধরে রক্ষা পায়। সে সঙ্গে থাকা তৃতীয় শ্রেণির ছাত্র রাশফাতকে টেনে তোলে।

“কিন্তু কিছুটা দূরে ইমাম হাসান-২ নামে একটি লঞ্চের পেছন দিকে ধাক্কা খেয়ে তলিয়ে যায় পূর্ণ।”

সঙ্গে থাকা মাহিন রেজা বলে, “আমরা তিনজন গোসল করতে নেমে স্রোতে ভেসে যাই। এ সময় পূর্ণ একটু দূরে একটা লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এরপর থেকে সে নিখোঁজ।”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর কমরেস বলেন, “আমরা তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছি। চারজন ডুবরি পানির নিচে খোঁজ করছে। এখানে পানির গভীরতা অনেক বেশি। প্রায় ৬০ ফুট। আমরা প্রথমে কাছাকাছি খুঁজছি। পরে দূরে খোঁজ করব।”