দেশব্যাপী শেখ হাসিনার ছাত্র সমাবেশের খবর পৌঁছে দিতে হবে

আতিকুর রহমান:

প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে দেশরত্ন শেখ হাসিনার ছাত্র সমাবেশের খবর পৌঁছে দিতে হবে।
গতকাল বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “পহেলা সেপ্টেম্বর, ২০২৩ বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের নবরূপায়নের রূপকার, বৈশ্বিক উন্নয়ন অর্থনীতির রোল মডেল, গণতন্ত্রের মানসকন্যা, বাংলার ছাত্রসমাজের নির্ভরতা বিশ্বাসের একমাত্র ঠিকানা, বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। পহেলা সেপ্টেম্বর ঢাকা শহর মিছিলের নগরীতে পরিণত হবে। পদ্মা-মেঘনা-যমুনা-ব্রহ্মপুত্র-কর্ণফুলী-করতোয়া- সাঙ্গু-সুরমা-ইছামতি-ধরলা সেদিন সোহরাওয়ার্দীর প্রান্তরে আছড়ে পড়বে তারুণ্যের-যৌবনের ঢেউ হয়ে। ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লা, প্রতিটি গ্রাম, প্রতিটি ইউনিয়নের কোণায় কোণায় পৌঁছে যাবে শেখ হাসিনার ছাত্র সমাবেশের খবর। এদেশের মাটি, আকাশ, বাতাস, পাহাড়, সমস্তল, নদী, বন্দর একই কলতানে গেয়ে উঠবে, ‘চলো চলো শেখ হাসিনার জনসভায় চলো’, ‘চলো চলো স্মার্ট বাংলাদেশ গড়ার জনসভায় চলো’।

বাংলাদেশ ছাত্রলীগ তার প্রতিটি সাংগঠনিক ইউনিটকে নির্দেশ প্রদান করছে, পায়ে হেঁটে, রিক্সা-ভ্যানে চড়ে, মুখে-মুখে, ঘুরে-ঘুরে, মাইক্রোফোনে-মাইকে, ফেসবুক-টুইটারে চিৎকার করে শেখ হাসিনার ছাত্র সমাবেশের খবর দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেয়ার জন্য। ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্ববিখ্যাত ভাষণের খবর যেমন সাত কোটি মানুষের মুখে মুখে ছড়িয়ে গিয়েছিলো মুহূর্তে বারুদের মতো, তেমনি করে আগামী পহেলা সেপ্টেম্বরে দেশরত্ন শেখ হাসিনার জনসভার কথা ছড়িয়ে দিতে হবে।

বাংলার প্রতিটি মা তার শিক্ষার্থী সন্তানকে, কৃষক-শ্রমিক-মেহনতি মানুষ তার কিশোর সন্তানকে, অর্ধশিক্ষিত- শিক্ষিত-উচ্চশিক্ষিত প্রত্যেক নাগরিক তার যুবক সন্তানকে পাঠাবে নিশ্চিন্তে-নিরাপদে, গর্বভরা বুকে শেখ হাসিনার সমাবেশে, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের প্রত্যয়ে আত্মনিয়োগ করার শপথ নিতে।

দেশরত্ন শেখ হাসিনাকে দেখতে পহেলা সেপ্টেম্বর শিক্ষার্থী আসবে, কিশোর আসবে, তরুণ আসবে, যুবক আসবে, প্রেমিক আসবে, নারী আসবে দু’চোখ ভরে দেখতে, বুক ভরে নিঃশ্বাস নিতে, আত্মশক্তিতে বলীয়ান হতে, পিতার স্বপ্ন বাস্তবায়নে সংকল্পবদ্ধ হতে, দেশকে গড়ার প্রয়োজনে নিজেকে গড়ার প্রস্তুতি নিতে, দেশবিরোধী শক্তিকে হুঁশিয়ার জানাতে।

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি কর্মী এই সমাবেশের খবর ছড়িয়ে দিতে আত্মনিয়োগ করবে, রোদ-বৃষ্টি- ঝড়কে উপেক্ষা করবে, রোগ-শোক-ব্যথাকে ভুলে যাবে। ছাত্রলীগই পেরেছে, ছাত্রলীগই পারবে ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিটকে স্ব স্ব ইউনিটে মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা এবং লিফলেট বিতরণের নির্দেশ দেয়া হলো।

সমাবেশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক তানভীর শিকদার বলেন, ” স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশের আয়োজন বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভাই ও শেখ ওয়ালী আসিফ ইনান ভাইর নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ছাত্র সমাবেশে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে বিভিন্ন স্থানে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ এই ছাত্র সমাবেশ আয়োজনের মধ্যে দিয়ে এটা প্রমান করবে যে, বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিকল্প নাই”।