৩য় জাতীয় ক্যাম্পাস থিয়েটার উৎসবএর আজ দ্বিতীয় দিন

  • নিজস্ব প্রতিবেদক: কাবুল মল্লিক বাবু

তরুণ শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল- শৈল্পিক কর্মে ইতিবাচক ভুমিকা, মানবিক, মুক্তবুদ্ধি ও দেশপ্রেমে উদ্ভুদ্ধ করার লক্ষ্যে; ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশএর আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং বাঙলা কলেজ যুব থিয়েটারএর ব্যবস্থাপনায় আজ ১০ মার্চ জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন এবং নন্দনমঞ্চ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকায় সারাদেশের প্রায় ৫০ টি কলেজ বিশ্ববিদ্যালয়ের ( ক্যাম্পাস থিয়েটার) অংগ্রহনে ৫ দিন ব্যাপি তারুণ্যের মহোৎসবের আজ ২য় দিন ।

১০ মার্চ ২০২৩ প্রদর্শনীর সময়সূচি-

  • নাটক – বন মায়া রচনা – ইলিয়াস নবী ফয়সাল নির্দেশনা – ইলিয়াস নবী ফয়সাল বিকেল – ৪.০০মিনিট
  • নাটক – শরনার্থীর মৌন মিছিল রচনা – সালাম তাসির নাট্যরুপ – অজয় দাস নির্দেশনা – ম নিজাম বিকেল -৪.৪৫ মিনিট
  • নাটক – ১৯৭১ রচনা – হুমায়ুন আহমেদ নির্দেশনা – ওমর আহমেদ অভ্র বিকেল – ৫.৩০ মিনিট
  • নাটক – লাঠিয়াল রচনা – ম নিজাম নির্দেশনা – ইউসুফ আলী মন্ডল সন্ধ্যা – ৬.১৫ মিনিট
  • নাটক – কিত্তনখোলার কিচ্ছা রচনা – সেলিম আল দীন নাট্যরুপ- অমিত সাহা নির্দেশনা – মাসফিকুল হাসা টনি

উৎসবটি চলবে আগামী ১৩ মার্চ ২০২৩ পর্যন্ত।