প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বিশ্ব র‍্যাংকিং এ নোবিপ্রবি

সারাদেশ

ইসমাইল হোসেন শাওন, নোবিপ্রবি: প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বিশ্ব র‍্যাংকিং এ অবস্থানের গৌরব অর্জন করেছে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) কর্তৃক ২০২৬ সালের প্রকাশিত তালিকায় বিশ্ব র‍্যাংকিং এ নোবিপ্রবি ১২০১ থেকে ১৫০০ এর মধ্যে অবস্থান করছে। টিএইচই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই র‍্যাংকিং প্রকাশ করে। তালিকায় বাংলাদেশের মোট ২৮টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নোবিপ্রবির অবস্থান ১২তম, আর গবেষণার মানদণ্ডে বিশ্ব তালিকায় অবস্থান ৭২২তম।

এ বিষয়ে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাওয়ার অন্যতম মাইলফলক ছুঁয়েছে নোবিপ্রবি। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি হলো নোবিপ্রবির বিশ্ব র‍্যাংকিং এ জায়গা করে নেয়া। এজন্য বিশেষ অভিনন্দন জানাই জুলাই বিপ্লবের পর গঠিত নোবিপ্রবি র‍্যাংকিং সেলকে, যাদের নিরলস পরিশ্রমে এই অর্জন সম্ভব হয়েছে। এই সাফল্য ধারাবাহিক প্রচেষ্টা ও একাগ্রতার ফসল।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় পরিবার, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, এলাকাবাসীসহ সকল অংশীজনদের সহযোগিতায় ভবিষ্যতেও নোবিপ্রবির সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে।

নোবিপ্রবির উপ-উপাচার্য ও র‍্যাংকিং সেলের পরিচালক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, নোবিপ্রবিতে যোগদানের পরই উপাচার্যের সার্বিক দিক-নির্দেশনায় স্বতন্ত্র একটির‍্যাংকিং সেল গঠন করা হয়। বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে এমন ডেডিকেটেড সেল নেই। প্রায় এক বছর ধরে চলমান কাজের স্বীকৃতিই হলো নোবিপ্রবির বিশ্ব র‍্যাংকিং আজকের অবস্থান। এ কাজে সংশ্লিষ্ট র‍্যাংকিং সেলসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সকলের অবদান রয়েছে, এজন্য সবাইকে অভিনন্দন জানাই।

প্রসঙ্গত, ২০২৬ সালের র‍্যাংকিং এ বিশ্বের ১১৫টি দেশ ও অঞ্চলের ২১৯১টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্ব র‍্যাংকিং এ এবারও শীর্ষস্থান ধরে রেখেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। টাইমস হায়ার এডুকেশন বিশ্বব্যাপী পাঁচটি মানদণ্ডে- শিক্ষা, গবেষণা পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্পখাতে অবদান এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির ওপর বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং নির্ধারণ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *