মোঃ শফিকুল ইসলাম ভূঞা, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে “শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে প্রচার কার্যক্রম” শীর্ষক পরামর্শমূলক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জেলা তথ্য অফিস, মুন্সীগঞ্জের উদ্যোগে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা টাইফয়েড টিকা প্রদান কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেন। জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের টাইফয়েড টিকা দেওয়া হবে। জেলার ৩ হাজার ৩২৩টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে মোট ৪ লাখ ৬৯ হাজার শিশু-কিশোরকে এই টিকার আওতায় আনা হবে। এর মধ্যে স্কুল পর্যায়ে শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা টিকা পাবে। বক্তারা নিশ্চিত করেন, প্রতিটি শিশু ও কিশোর-কিশোরী যেন টিকা থেকে বাদ না পড়ে।
জেলা তথ্য অফিসার রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মোঃ জসিমউদ্দিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী মোর্শেদ আলম এবং ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ শাহাবুদ্দিন আহমেদ।