নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থিত তেজগাঁও চার্চের (খ্রিষ্টানদের ধর্মীয় উপাসনালয়) প্রধান গেটে গত বুধবার (৮ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে সন্ত্রাসীরা দুটি ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণের ফলে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
গির্জার প্রধান গেটের দায়িত্বে থাকা দারোয়ান জানান, ঘটনার কিছুক্ষণ আগে গির্জার গেট থেকে প্রায় ১০০ গজ দূরে তেজগাঁও রেলস্টেশনের দিকে যাওয়ার রাস্তায় দুটি মোটরসাইকেলে চারজন লোক দাঁড়িয়ে কথা বলছিল। দারোয়ান গেটের ভেতরে গিয়ে চেয়ারে বসার কিছুক্ষণ পরেই তিনি বিকট শব্দ শুনতে পান। দ্রুত গেট খুলে বাইরে এসে দেখেন, চারপাশ ধোঁয়ায় অন্ধকার এবং দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে পূর্ব দিকে তেজগাঁও রেলস্টেশনের দিকে চলে যাচ্ছে।
দারোয়ান তাৎক্ষণিক গির্জার ফাদারকে বিষয়টি জানান। পরে ফাদার তেজগাঁও থানার ওসিকে কল দিয়ে ঘটনাটি অবহিত করেন।
ককটেল বিস্ফোরণের খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর দল, বোম ডিসপোজাল দল, ডিবি ও সিআইডি সহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে যেখানে মোটরসাইকেল দুটি দাঁড়িয়ে ছিল, সেখানে একটি মিস্টির প্যাকেট এবং তার মধ্যে দুটি ককটেল রাখা অবস্থায় খুঁজে পান। পরবর্তীতে বোম ডিসপোজাল দল বালির মধ্যে রেখে ককটেল দুটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।
গির্জার অভ্যন্তরে একটি সিসিটিভি ক্যামেরা থাকলেও, বাইরে কোনো ক্যামেরা না থাকায় এখনও পর্যন্ত কোনো সন্ত্রাসীকে শনাক্ত করা যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তার পাশে থাকা অন্যান্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত করছেন। গির্জার পাল পুরোহিতের পক্ষ থেকে এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের কার্যক্রম চলমান আছে।