মোঃ মুনির, ব্রাহ্মণবাড়িয়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে যে বিষয়গুলো তুলে ধরেছেন— সেগুলোকে অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী বলে মনে করছে দলটি। নেতাকর্মীদের অভিমত,
তারেক রহমানের মার্জিত বক্তব্যে তাদের অনেক শেখার আছে। বিভিন্ন বিষয়ে তার দেওয়া বক্তব্য সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলেও দাবি তাদের।
এমন অবস্থায় বিএনপির স্থানীয় নেতা কর্মীরা স্বতঃস্ফূর্ত হয়ে, সরাইল উপজেলা নোয়াগাঁও গ্রামে জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন এর নেতৃত্বে, তারেক রহমানের এ সাক্ষাৎকার প্রজেক্টরের মাধ্যমে প্রচার করছেন নেতা কর্মীরা।
আজ বৃহস্পতিবার (০৯ অক্টোবর ) নোয়াগাঁও ১ নং ওয়ার্ড দুলালের দোকানের পাশে বিএনপির নেতা কর্মীরা মিলে জনসাধারণের জন্য বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকারের রেকর্ডেড ভিডিও প্রদর্শন করা হয়। এসব আয়োজনে বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।
এ বিষয়ে নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. মোর্শেদ জামান জালাল বলেন, বিবিসি বাংলাকে সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান অনেক ভালো ভালো কথা বলেছেন। মাঠ পর্যায় থেকে আমরা তার এই বক্তব্যের ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ এটাকে খুব ইতিবাচকভাবে নিচ্ছে, প্রশংসা করছে। সে কারণে স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ উদ্যোগে সাক্ষাৎকারটা বড় পর্দায় প্রচার করছে। দল থেকে এ ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
ছাত্র বিষয়ক সম্পাদক সরাইল উপজেলা বিএনপি মো. জামাল হোসেন লস্কর বলেন, দল থেকে বিবিসি বাংলাকে দেওয়া তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনীর এমন আয়োজনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। স্থানীয় নেতাকর্মী কিংবা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে এটা করছেন।