আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

জাতীয়

ভোরের দূত ডেস্ক: রাজশাহীর মেয়ে মুনাজিয়া স্নিগ্ধা মুন (১৭) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ থেকে তিনি সাহসিকতার সঙ্গে শিশুদের নিরাপত্তা, বিশেষ করে যৌন হয়রানি ও নির্যাতনের ঝুঁকিতে থাকা মেয়েদের অধিকার রক্ষায় কাজ করছেন। মুনাজিয়ার জন্ম রাজশাহীর মহিষবাথান এলাকায়। তার এই সাহসী ও মানবিক উদ্যোগ বাংলাদেশের শিশুদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে। নিজের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়েই মুনাজিয়া প্রতিষ্ঠা করেন “Survivor’s Path”।

এটি একটি সামাজিক আন্দোলন যা সচেতনতা কর্মসূচির আয়োজন করে, আত্মরক্ষার কৌশল শেখায় এবং ভুক্তভোগীদের আইনি ও মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করে। তিনি স্কুলে অভিযোগ বাক্স স্থাপন, দূরবর্তী গ্রামে সচেতনতামূলক কার্যক্রম এবং বাবা-মা, শিক্ষক ও স্থানীয় নেতাদের সম্পৃক্ত করে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছেন।

ডিজিটাল প্ল্যাটফর্মে ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে তিনি হাজারো মানুষের কাছে পৌঁছে গেছেন, তিনি তার প্রচারণা জোরদার করছেন এবং স্বেচ্ছাসেবক সংগ্রহ করছেন। পাশাপাশি অফলাইনে তিনি কর্মশালার মাধ্যমে ইতোমধ্যে ১০ হাজারেরও বেশি শিক্ষার্থীকে প্রভাবিত করেছেন। এসব কর্মশালায় শিশু বিবাহ প্রতিরোধ, নির্যাতন থেকে সুরক্ষা এবং মানসিক সুস্থতা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মেয়েদেরকে অনিরাপদ পরিস্থিতি বুঝতে শেখানো হয় এবং সহপাঠীদের পারস্পরিক সহায়তায় উৎসাহিত করা হয়।

প্রসঙ্গত, শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও নাজুক অবস্থায় থাকা শিশুদের সুরক্ষায় কাজের স্বীকৃতি হিসেবে প্রতি বছর ‘কিডস রাইটস’ সংগঠন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রদান করে। ১২ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীরা এ পুরস্কারের জন্য আবেদন করতে পারে।
২০০৫ সালে রোমে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক সম্মেলন থেকে এই সম্মানজনক পুরস্কার চালু হয়। প্রতিবছর একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিজয়ী শিশুকে পুরস্কারটি তুলে দেন। এ কারণে একে অনেকেই ‘শিশুদের নোবেল’ হিসেবে আখ্যা দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *