আমতলীতে মানবতার দৃষ্টান্ত গড়লো ‘স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠন’

জাতীয়

মো.হাবিবুর রহমান, আমতলী (বরগুনা) প্রতিনিধি: “স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন” এর উদ্যোগে বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর রাওঘা গ্রামের এক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনের তরুণ সদস্যরা। জানা গেছে, ঐ ব্যক্তি সম্প্রতি এক অটোরিকশা দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন। সেই দূর্ঘটনায় তিনি তার মেরুদণ্ডে আঘাত পান। দুর্ঘটনার পর থেকে তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন এবং চরম অর্থকষ্টে ভুগছেন।

অসহায় এই মানুষটির দুঃখ-কষ্টের কথা জানতে পেরে “স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন” এর সদস্যরা মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। সংগঠনের পক্ষ থেকে তার হাতে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। সংগঠনের এক সদস্য বলেন, “আমাদের ছোট্ট এই প্রচেষ্টা যদি তার মুখে একটুখানি হাসি এনে দিতে পারে, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

উল্লেখ্য, “স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন” দীর্ঘদিন ধরে আমতলী অঞ্চলে অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে মানবতার সেবা দিয়ে আসছে। তাদের এমন উদ্যোগ সমাজে দৃষ্টান্ত হয়ে উঠছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *