মাসুদুর রহমান রুবেল, সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভার শিল্পাঞ্চল এলাকা আশুলিয়ায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ হামিদুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।
জানা যায়, বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার প্রি-ক্যাডেট হাইস্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি হামিদুল ইসলাম (৪০) কুড়িগ্রাম জেলার নাগেরশ্বরী থানার নাড়িয়াটারী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে একজন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।