ভোরের দূত ডেস্ক: এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে টিকে থাকার জন্য ‘ডু অর ডাই’ ম্যাচে আজ বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শক্তিশালী হংকং চায়নার মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে ১৮৪ নম্বরে থাকা লাল-সবুজদের সামনে ১৪৬ নম্বরে থাকা দলটির বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই। ম্যাচটি শুরু হবে রাত ৮টায় এবং সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
বাছাইপর্বে এটি বাংলাদেশের ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিল হামজা-শামিতরা। যদিও আজকের প্রতিপক্ষ হংকং চায়না ‘সি’ গ্রুপের অন্যতম শক্তিশালী দল, তবুও বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা এবং খেলোয়াড়রা এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয়ী।
অধিনায়ক জামাল ভূঁইয়া ম্যাচটিকে ইতিমধ্যেই ‘ডু অর ডাই’ হিসেবে বর্ণনা করেছেন। গ্রুপে এখন পর্যন্ত বাংলাদেশ এক ড্র ও এক হারে জয়হীন রয়েছে, যেখানে হংকং এক জয় ও এক ড্র নিয়ে চার পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে। আজ হারলে বাংলাদেশের এশিয়ান কাপের স্বপ্ন কার্যত শেষ হয়ে যাবে।
এই ম্যাচটি দুই দেশের প্রবাসী ফুটবলারদের লড়াইয়ের কারণে বাড়তি উত্তাপ তৈরি করেছে। বাংলাদেশের দলে রয়েছেন ছয় প্রবাসী খেলোয়াড়—ইংল্যান্ড থেকে হামজা চৌধুরী, ডেনমার্ক থেকে জামাল ভূঁইয়া, কানাডা থেকে শামিত সোম, ইতালি থেকে ফাহমিদুল ইসলাম, ফিনল্যান্ড থেকে তারিক কাজী ও যুক্তরাষ্ট্র থেকে জায়ান আহমেদ। এই ম্যাচে জায়ান আহমেদের অভিষেক হওয়ার সম্ভাবনাও রয়েছে।
তবে ইনজুরি দুশ্চিন্তা পিছু ছাড়ছে না বাংলাদেশ দলকে। ইতিমধ্যেই ফরোয়ার্ড সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহিম ছিটকে গেছেন। এছাড়া অধিনায়ক তপু বর্মন পুরোপুরি ফিট নন এবং মোহাম্মদ আল আমিনেরও হালকা ইনজুরি রয়েছে।
অন্যদিকে, হংকং দলেও রয়েছে ব্রাজিল, বলিভিয়া, জার্মানি, নিউজিল্যান্ড ও জাপানি বংশোদ্ভূত ফুটবলারদের মিশ্রণ। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড এভেরতন কামারগো, যিনি ১৯ ম্যাচে ১০ গোল করে ফর্মে আছেন, তিনি বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারেন।
এখন দেখার বিষয়, জামাল ভূঁইয়ার নেতৃত্বে বাংলাদেশ দল এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারে কি না।